You will be redirected to an external website

Mamata Banerjee: ‘হলফনামা দিতে হবে, দুর্ঘটনা ঘটলে সরকার দায়ী নয়’, কড়া বার্তা মমতার

Mamata-Banerjee:-‘হলফনামা-দিতে-হবে,-দুর্ঘটনা-ঘটলে-সরকার-দায়ী-নয়’,-কড়া-বার্তা-মমতার

দুর্ঘটনা ঘটলে সরকার দায়ী নয়’, কড়া বার্তা মমতার

 বিভিন্ন পুরসভাগুলিকে নিয়ে সোমবার প্রায় এক ঘণ্টার বৈঠক চলে নবান্নে। শুরু থেকে শেষ পর্যন্ত মমতার গলায় শুধুই ধমক আর বকাবকির সুর। মুখ্যমন্ত্রী বলেন, “বেআইনি নির্মাণ চলছে তো চলছেই। আকাশ সমান বাড়ি উঠে যাচ্ছে। এখন আবার রাজ্যের যে রঙ সেটাও কেউ মানে না। ইচ্ছা মতো হচ্ছে। এমনকী বাড়ি ভেঙে পড়তে দোষ হচ্ছে আমাদের। কিন্তু করার সময় কেউ দেখার থাকছে না।”

শহর কলকাতায় বিভিন্ন জায়গায় কলকাতা পুরনিগম বাড়ি ভাঙার নোটিস দিয়েছে। একাধিকবার নোটিস দেওয়ার পরেও যে কাজ হচ্ছে, সে কথাও আজ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “আমি জানি, বড়বাজার থেকে শুরু করে অনেক জায়গায় বাড়ি ভাঙার অনেকবার নোটিস দিয়েছে কলকাতা পুরনিগম। কিন্তু তারা শুনছে না। তাহলে ওদের হলফনামা দিয়ে বলতে হবে, তাদের কিছু দুর্ঘটনা ঘটলে সরকার দায়ী নয়। একটা কিছু তো করতে হবে। 

গার্ডেনরিচ বিল্ডিং বিপর্যয়ে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছিল। ধ্বংসস্তূপের ভিতর থেকে উদ্ধার হয়েছিল নিষ্প্রাণ দেহ। সেই বিপর্যয়ের পর একগুচ্ছ প্রশ্নের মুখে পড়েছিল কলকাতা পুরনিগম। কীভাবে বেআইনিভাবে বিল্ডিং তৈরি হল, তা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহল থেকে। এবার মুখ্যমন্ত্রীর মুখে বেআইনি নির্মাণ রুখতে এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mamata-Banerjee:-নবান্নে-ডেকে-এক-ঘণ্টা-ধরে-ধমক-বকাবকি!-মমতার-বৈঠকের-পরই-বদলে-গেল-সচিব Read Next

Mamata Banerjee: নবান্নে ডেকে এক ঘণ...