You will be redirected to an external website

বিদ্যুৎ সাশ্রয়ে নতুন বদল দেখা দেবে সরকারি অফিসে !

বিদ্যুৎ-সাশ্রয়ে-নতুন-বদল-দেখা-দেবে-সরকারি-অফিসে-!

১৫ জুলাই পর্যন্ত নয়া সময়সূচি মেনে সরকারি অফিস চলবে । সংগৃহীত ছবি ।

পালটে যাচ্ছে সরকারি অফিসের সময়সীমা। আগামী মাস থেকে সরকারি অফিস আগে খুলবে। বন্ধ হয়ে যাবে আগেভাগেই ।আগামী মাস থেকে পালটে যাচ্ছে সরকারি অফিসের সময়। আপাতত সকাল ন'টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সরকারি অফিসে কাজ হয়। যা আগামী মাস থেকে পালটে যাচ্ছে। তবে সেটা সবসময় কার্যকর হবে। আগামী ১৫ জুলাই পর্যন্ত নয়া সময়সূচি মেনে সরকারি অফিস চলবে বলে জানানো হয়েছে। 

শনিবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানান, আগামী মাস থেকে সকাল ৭ টা ৩০ মিনিট থেকে দুপুর ২ টো পর্যন্ত সরকারি অফিস খোলা থাকবে।  পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, ‘পঞ্জাব সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ২ মে থেকে সকাল ৭ টা ৩০ মিনিট থেকে সরকারি অফিস খুলে যাবে। বন্ধ হবে দুপুর দুটোয়।' 

রাজ্য সরকারি কর্মচারী-সহ আমজনতার সঙ্গে আলোচনার ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে মাথায় রাখা হয়েছে বিদ্যুতের চাহিদার বিষয়টি। তিনি বলেন, 'পঞ্জাবের রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড জানিয়েছেন যে দুপুর ১ টা ৩০ মিনিট থেকে বিদ্যুতের চাহিদা সবথেকে বাড়তে থাকে। যদি দুপুর ২ টোয় সরকারি অফিস বন্ধ হয়ে যায়, তাহলে বিদ্যুতের সর্বাধিক চাহিদা ৩০০-৩৫০ মেগাওয়াট কমে যাবে ।

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

চলন্ত-বাসে-ঘাপটি-মেরে-ছিল-কাল-নাগিনী,শুরু-হয়-হুলুস্থুল-কান্ড Read Next

চলন্ত বাসে ঘাপটি মেরে ছি...