মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করেই খোলা রইল সরকারি স্কুল
মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গুরাপাশলা এস.কে নিকেতন। সোমবার সকালে স্কুলের সামনে আনাগোনা লক্ষ্য করা গেল পড়ুয়াদের। এক পড়ুয়া বলে, “আমরা ছুটি চাইছি। কারণ স্কুলে আসতে খুব গরম লাগছে। প্রায় একমাস ছুটি দিলে ভাল হয়।” আর এক পডুয়া বলে, “স্কুল ছুটির ঘোষণা হয়েছে। তবুও আমাদের স্কুল হচ্ছে। আজকে স্কুল ছুটি দেওয়া উচিত ছিল।”
প্রসঙ্গত, থেকে শনিবার পর্যন্ত রাজ্যের সকল সরকারি বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, “আমরা পনেরো দিন আগেই ছুটি এগিয়ে এনেছি। গ্রীষ্মের প্রখর দাবানলে মানুষ অগ্নিদগ্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমাদের সব থেকে বেশি দেখা উচিত যাতে হিট স্ট্রোকে মানুষ মারা না যায়। ” মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়ে বলেন, “১২টা থেকে ৪টে পর্যন্ত সাধারণ মানুষকে বলব যতটা সম্ভব রোদটা যেন এড়িয়ে চলেন। বলব, বেশি করে জল খান”মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি বাচ্চাদের সঙ্গে মিশি। একটি বাচ্চা আমায় জানিয়েছে আমরা আর পারছি না। মাথা যন্ত্রণা করছে। আর মাথা যন্ত্রণা মানে হিট স্ট্রোকের প্রবণতা। সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার এক্ষুনি সিদ্ধান্ত নিচ্ছে আগামিকাল থেকেই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যলয়ে ছুটি থাকবে। অর্থাৎ সোমবার থেকে শনিবার পর্যন্ত সমস্ত সরকারি-বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়কে বলছি ছুটি ঘোষণা করতে। দ্রুত রাজ্য সরকার নোটিফিকেশন দেবে।”