You will be redirected to an external website

C V Anand Bose: উত্তরবঙ্গ কর্মসূচি স্থগিত করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

C-V-Anand-Bose:-উত্তরবঙ্গ-কর্মসূচি-স্থগিত-করলেন-রাজ্যপাল-সিভি-আনন্দ-বোস

উত্তরবঙ্গ কর্মসূচি স্থগিত করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

বৃহস্পতিবার দুপুর ৩ টের সময় এয়ারফোর্সের বিশেষ বিমানে তাঁর হাসিমারা যাওয়ার কথা ছিল। ১৯ এপ্রিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভোট। ভোটপর্বে আইনশৃঙ্খলার পরিস্থিতি বিশেষভাবে খতিয়ে দেখতেই তাঁর আলিপুরদুয়ার যাওয়ার কথা ছিল। কিন্তু সেই বিষয়টি উল্লেখ করে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে নালিশ জানায় রাজ্যের শাসকদল। এর আগে কোচবিহার যেতে চেয়েছিলেন রাজ্যপাল। তখনও নির্বাচন কমিশনের তরফে অনুমতি মেলেনি। 

প্রথম দফার ভোটের আগে বৃহস্পতিবার কোচবিহার যেতে চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তিনি সেইমতো সূচি পাঠিয়েছিলেন নির্বাচন কমিশনে। বুধবারই নির্বাচন কমিশন রাজ্যপালের কোচবিহার যেতে বারণ করে চিঠি দেয় । এতে ভোটের আচরণ বিধি লঙ্ঘিত হবে । তাছাড়া রাজ্যপাল গেলে তাঁর নিরাপত্তার আয়োজন করা এই ভোটের মধ্যে সম্ভব নয়।

এরপরই রাজ্যপাল কোচবিহার না গিয়ে এযারফোর্সের বিশেষ বিমানে প্রথমে আলিপুরদুয়ার যাবেন বলে ঠিক হয়। পরে জানা যায় , তিনি হাসিমারা যাবেন এবং সেখানে এয়ারফোর্সের গেস্ট হাউসে থাকবেন । সেইমতো আজ বিকেল ৩ টেয় তাঁর যাওয়ার কথা।

শেষ পর্যন্ত আলিপুরদুয়ার যাওয়ার বিষয়টিও স্থগিত রাখেন তিনি। ঠিক হয়, রাজভবনেই খোলা হবে পিস রুম। কন্ট্রোল রুম খোলা হবে। ভোট পর্ব চলাকালীন কোথাও কোনও অশান্তি হলে, সরাসরি ফোন করে অভিযোগ জানানো যাবে। রাজ্যপাল রাজভবন থেকেই গোটা বিষয়টিতে নজরে রাখবেন বলে জানা গিয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:দমদমের-পর-কলকাতাও-৪০-ডিগ্রি-ছুঁল!-জেলায়-জেলায়-তাপপ্রবাহের-পরিস্থিতি Read Next

Weather:দমদমের পর কলকাতাও ৪০ ...