You will be redirected to an external website

মানুষের সঙ্গে রাজনীতি খেলছেন রাজ্যপাল! তোপ মমতার

মানুষের-সঙ্গে-রাজনীতি-খেলছেন-রাজ্যপাল!-তোপ-মমতার

মানুষের সঙ্গে রাজনীতি খেলছেন রাজ্যপাল : মমতা

মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। বলে দেন, “চিঠি দিয়ে এই ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন না করতে বলেছিলাম। রাজনৈতিক প্রতিহিংসা থেকে এসব পালন করা হচ্ছে। বাংলাকে অপমান করতে, অসম্মান করতেই বিজেপি এসব করছে। বাংলার মানুষের সঙ্গে রাজনীতির খেলা খেলা হচ্ছে।” তিনি আরও বলেন, বামফ্রন্ট কিংবা কংগ্রেস আমলেও কোনওদিন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়নি। তাঁর প্রশ্ন, তাহলে কেন আচমকা বিজেপি এই দিনটিকে আলাদা করে তুলে ধরার চেষ্টা করছে? রাজ্যপালের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। বলেন, রাজ্যপালের পদ পদ্মপাল হয়ে গিয়েছে। যেখানে যেখানে এই প্রতিষ্ঠা দিবস আছে, সেখানে পালন করুক। মহারাষ্ট্র দিবস আছে, সেখানে করুক। এখানে বিজেপি রাজনৈতিক চক্রান্ত করছে।

20 জুনই ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করার কথা ঘোষণা করা হয় রাজভবনের তরফে। এদিন সকালে রাজভবনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়। অন্যদিকে বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল বের করে বিজেপিও। আসলে ১৯৪৭ সালের ২০ জুন অখণ্ড বাংলার প্রাদেশিক আইনসভার ভোটাভুটিতে দুই বাংলা ভাগের বিষয়টি চূড়ান্ত হয়েছিল। বাংলায় এসে ‘পশ্চিমবঙ্গ দিবস’কে আলাদা করে তুলে ধরতে চেয়ে এ রাজ্যের ঐতিহ্যকে নষ্ট করারই চেষ্টা করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলে অভিযোগ তোলে তৃণমূল।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Adhir-Ranjan:-বড়ঞায়-চলছে-অধীরের-অবস্থান-বিক্ষোভ,১৭-ঘণ্টা-পেরিয়ে-গেল-অধীরের-অবস্থানের Read Next

Adhir Ranjan: বড়ঞায় চলছে অধীরের ...