You will be redirected to an external website

বেলুড়ে রাজ্যপালের হাতে তুলে দেওয়া হল পবিত্র গঙ্গাজল !

বেলুড়ে-রাজ্যপালের-হাতে-তুলে-দেওয়া-হল-পবিত্র-গঙ্গাজল-!

মঙ্গল কলস হাতে বেলুড় মঠে রাজ্যপাল ! সংগৃহীত ছবি

বেলুড় মঠে রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোসের হাতে তুলে দেওয়া হল পবিত্র গঙ্গাজল। শুক্রবার বেলুড় মঠে রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয় পবিত্র গঙ্গাজল। সেই জল নিয়ে আদতে কেরলের বাসিন্দা রাজ্যপাল বোস যাবেন কোচির রামকৃষ্ণ মিশনে, সেখানে এই জল দিয়েই হবে অনুষ্ঠানের সূচনা।

রামকৃষ্ণ মিশনের কেরলের কোচি শাখার ৭৫ তম বর্ষপূর্তি। এক বছর ধরে তা উদ্‌যাপন করার পরিকল্পনা রয়েছে তাদের। সেই অনুষ্ঠানের সূচনার জন্যই বেলুড় মঠের মায়ের ঘাটের পবিত্র গঙ্গাজল নিয়ে গেলেন রাজ্যপাল। গঙ্গার জল ভরা মঙ্গলকলস শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে রাখা ছিল। শুক্রবার সকালে সেই মঙ্গলকলস তুলে দেওয়া হল আনন্দ বোসের হাতে। তুলে দিলেন মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি। উপস্থিত ছিলেন কেরল রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ।

রাজ্যপালের হাত দিয়েই এই মঙ্গলকলস পৌঁছে যাবে কোচিতে। আর এই পবিত্র গঙ্গাজলে সূচনা হবে উৎসবের। রাজ্যপাল জানান, কেরল এবং এ রাজ্যের মধ্যে যে সাংস্কৃতিক মেলবন্ধন রয়েছে, তা আরও সুদৃঢ় হচ্ছে রামকৃষ্ণ মিশনের মাধ্যমে।

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ঘটবে-আবহাওয়ার-বদল-বাংলায়-১৭ই-এপ্রিলের-পরেই-মিলবে-স্বস্তির-হাওয়া-! Read Next

ঘটবে আবহাওয়ার বদল বাংলা...