দিল্লি থেকে ফিরে সোজা উত্তরবঙ্গে রাজ্যপাল
চোপড়ার ঘটনার আঁচ বাংলার সীমানা ছাড়িয়ে পৌঁছে গিয়েছে দিল্লির রাজনীতির অলিন্দেও। সরব হয়েছেন জে পি নাড্ডা থেকে শুরু করে বিজেপির প্রথম সারির নেতারা। রাজ্যপাল সিভি আনন্দ বোসও এখন রয়েছেন দিল্লিতে। তিনি ইতিমধ্যেই চোপড়ার ঘটনায় রাজ্যের থেকে রিপোর্ট তলব করেছেন। আগামিকাল দিল্লি থেকে ফেরার কথা রয়েছে রাজ্যপাল বোসের। বাংলায় ফিরেই চোপড়া ও কোচবিহারে যাওয়ার কথা রয়েছে তাঁর। রাজভবন সূত্রে খবর, দিল্লি থেকে সোজা তিনি পৌঁছে যাবেন উত্তরবঙ্গে।
তবে রাজপালের সফরসূচিতে কোচবিহার ও চোপড়ার কোন কোন জায়গা রয়েছে সে বিষয়টি এখনও জানা যায়নি। যদিও রাজভবন সূত্রে খবর, কোচবিহার ও চোপড়ার আক্রান্তরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সেই সূত্র ধরেই রাজ্যপাল বোস দিল্লি থেকে সরাসরি উত্তরবঙ্গে যাচ্ছেন। উল্লেখ্য, কোচবিহারের মাথাভাঙায় বিজেপির এক মহিলা কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।
জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি ইতিমধ্যেই কোচবিহারে গিয়ে আক্রান্তের সঙ্গে কথা বলেছেন। তারপর গতকাল উত্তর দিনাজপুরের চোপড়াতে এক যুবতীকে জনসমক্ষে বেধড়ক মারধরের অভিযোগে শিউরে উঠেছে বাংলা। চোপড়ার ঘটনায় সোমবারই রাজ্যের থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। আর এবার দিল্লি থেকে ফিরেই প্রথমেই উত্তরবঙ্গে যাচ্ছেন তিনি।