You will be redirected to an external website

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন বিদেশ সফরে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

মুখ্যমন্ত্রী-মমতা-বন্দ্যোপাধ্যায়ের-আসন্ন-বিদেশ-সফরে-থাকছেন-সৌরভ-গঙ্গোপাধ্যায়

দিদির সঙ্গে দাদার থাকার কথা স্পেনের বার্সেলোনায়

সেপ্টেম্বরের ১২ থেকে ২২ তারিখ পর্যন্ত ওই সফরে মুখ্যমন্ত্রী যাচ্ছেন স্পেন এবং দুবাই। এর মধ্যে স্পেনের বার্সেলোনা শহরে মুখ্যমন্ত্রীর একটি ক্রমসূচিতে থাকছেন সৌরভ। ওই একই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকার কথা ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীরও। সংবাদসংস্থা পিটিআই সূত্রে সৌরভের থাকার বিষয়টি জানানো হয়েছে।

প্রশাসনিক সূত্রের বক্তব্য, ক্রিকেট এবং ফুটবল মাঠের দুই তারকাই মুখ্যমন্ত্রীর সফরে যুক্ত হওয়ার বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছেন। সৌরভ আপাতত লন্ডনে রয়েছেন। সেখান থেকেই তাঁর আসার কথা বার্সেলোনায়। সুনীল রয়েছেন বেঙ্গালুরুতে। সদ্য বাবা হয়েছেন তিনি।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে লগ্নি আনার লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফর। স্পেনে মমতা যাবেন রাজধানী শহর মাদ্রিদ ও বার্সেলোনায়। যে দুই শহরের সঙ্গে ফুটবলপ্রেমী বাঙালির আত্মিক যোগ রয়েছে। ইদানীং ইস্টবেঙ্গল-মোহনবাগানের বড় ম্যাচের মতো বার্সেলোনা-রিয়েল মাদ্রিদ ‘এল ক্লাসিকো’ হলেও বাঙালি উদ্বেল হয়। ফলে মমতার এই সফরের দিকে তাকিয়ে রয়েছেন ফুটবল ও খেলার সঙ্গে জড়িত অনেকেই।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

রায়গঞ্জের-কাছে-পাথর-মেরে-ভাঙা-হল-কুলিক-এক্সপ্রেসের-ভিস্তাডোম-কোচের-কাচ Read Next

রায়গঞ্জের কাছে পাথর মের...