You will be redirected to an external website

Narendra Modi: বিজেপির প্রতিষ্ঠা দিবসে সমস্ত কার্যকর্তাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

Narendra-Modi:-বিজেপির-প্রতিষ্ঠা-দিবসে-সমস্ত-কার্যকর্তাকে-শুভেচ্ছা-জানালেন-প্রধানমন্ত্রী-

প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “আজ, বিজেপির প্রতিষ্ঠা দিবসে আমি দেশজুড়ে দলের সমস্ত কার্যকর্তাকে শুভেচ্ছা জানাই। যারা কঠোর পরিশ্রম, লড়াই ও আত্মত্যাগ করে এত দিন ধরে দলকে গঠন করেছেন, তাদেরও স্মরণ করছে। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, আমরা ভারতের সবথেকে পছন্দের দল, যারা সর্বদা ‘নেশন ফার্স্ট’ নীতিতে কাজ করেছে।”

তিনি আরও বলেন, “এটা অত্যন্ত আনন্দের যে বিজেপি উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি, সুশাসন ও দেশের প্রতি দায়বদ্ধতার মাধ্যমে নিজেদের পরিচয় তৈরি করতে পেরেছে। আমাদের দল দেশের ১৪০ কোটি জনগণের স্বপ্ন ও আকাঙ্খারই প্রতিফলন। দেশের যুব প্রজন্ম আমাদের দলকে তাদের লক্ষ্যপূরণ এবং একবিংশ শতাব্দীতে ভারতকে নেতৃত্ব দেওয়ার দল হিসাবেই দেখে।”

বিজেপি সরকারের সুশাসনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, “কেন্দ্রেই হোক বা রাজ্যে, আমাদের দল বরাবর সুশাসনকেই প্রতিষ্ঠা করেছে। আমাদের প্রকল্প ও নীতিগুলি দেশের গরিব ও পিছিয়ে পড়া মানুষদের শক্তি জুগিয়েছে। যারা দশকের পর দশক ধরে অবদমিত হয়ে এসেছে, তারাও কণ্ঠ খুঁজে পেয়েছে, আশা দেখতে পেয়েছে আমাদের দলের মধ্যে দিয়ে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-ক’দিনের-মধ্যেই-আসছে-বৃষ্টি,-উইকএন্ডে-কেমন-থাকবে-আবহাওয়ার-হালচাল? Read Next

Weather: ক’দিনের মধ্যেই আসছে ...