You will be redirected to an external website

Gruha Lakshmi: মমতার লক্ষ্মীর ভান্ডারের অনুকরণে কর্নাটকে চালু হল গৃহলক্ষ্মী

Gruha-Lakshmi:-মমতার-লক্ষ্মীর-ভান্ডারের-অনুকরণে-কর্নাটকে-চালু-হল-গৃহলক্ষ্মী

লক্ষ্মীর ভান্ডারের অনুকরণে কর্নাটকে চালু হল গৃহলক্ষ্মী

পোশাকি নাম ‘গৃহলক্ষ্মী’। আদতে বাংলার ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের কন্নড় সংস্করণ। বিধানসভা ভোটের আগেই প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। কর্নাটকে ক্ষমতা দখলের পর এ বার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের অনুকরণে মহিলাদের আর্থিক অনুদান চালু করলেন দলের নেতা রাহুল গান্ধী।

বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের উপস্থিতিতে বোতাম টিপে মহিলাদের মাসে ২,০০০ টাকা ভাতা দেওয়ার ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পের উদ্বোধন করেন রাহুল। তিনি বলেন, ‘‘রাজ্যের ১ কোটি ১০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়া শুরু হল। 

দক্ষিণ কর্নাটকের মাইসুরুর মহারাজা কলেজের মাঠে ওই কর্মসূচিতে রাহুলের দাবি, কর্নাটকের ধাঁচে দেশের অন্য রাজ্যগুলিতেও মহিলাদের আর্থিক অনুদান কর্মসূচি চালু হবে। প্রসঙ্গত, সম্প্রতি কংগ্রেস ঘোষণা করেছে মধ্যপ্রদেশের আসন্ন বিধানসভা ভোটে জিতে ক্ষমতা দখল করলে সে রাজ্যের প্রতিটি পরিবারের এক জন মহিলাকে গৃহলক্ষ্মী প্রকল্পে মাসিক আর্থিক ভাতা দেওয়া হবে। পাশাপাশন প্রতিটি পরিবার ৫০০ টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার এবং ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবে বিনামূল্যে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather-:-গরমের-অস্বস্তি-কাটবে-২৪-ঘণ্টায়,-ফের-বৃষ্টি-কলকাতা-সহ-জেলায়-জেলায়? Read Next

Weather : গরমের অস্বস্তি কাটব...