You will be redirected to an external website

রামমন্দির উদ্বোধনের দিন অতিথিরা পাবেন অন্য এক শহরের বিশেষ লাড্ডু!

রামমন্দির-উদ্বোধনের-দিন-অতিথিরা-পাবেন-অন্য-এক-শহরের-বিশেষ-লাড্ডু!

রামমন্দির উদ্বোধনের দিন অতিথিরা পাবেন অন্য এক শহরের বিশেষ লাড্ডু

স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিন মন্দিরে রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন। একাধিক বিশেষ আয়োজন করা হয়েছে দিনটির জন্য। তার মধ্যে অন্যতম লাড্ডু। ২২ তারিখ উদ্বোধনের দিন রামমন্দিরে উপস্থিত অতিথিরা পাবেন বিশেষ ধরনের লাড্ডু। তা আদৌ অযোধ্যা শহরের নয়।

রামমন্দির উদ্বোধনের জন্য লাড্ডু আনা হবে অন্ধ্রপ্রদেশ থেকে। সেখানকার তিরুপতি শহরের বেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদ হিসাবে ব্যবহৃত হয় বিশেষ ‘শ্রীভরি লাড্ডু’। রামমন্দিরের জন্যেও সেই লাড্ডু আনানো হচ্ছে।

রামমন্দিরের উদ্বোধনের অতিথি তালিকায় প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত-সহ একাধিক বড় নেতা, মন্ত্রী। অতিথি হিসাবে ওই অনুষ্ঠানে থাকবেন সাত হাজারের বেশি মানুষ। শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নন, বলিউড তারকা, শিল্পপতি, ক্রিকেটার থেকে শুরু করে স্বনামধন্য ব্যবসায়ী, সন্ন্যাসী, এমনকি বিদেশি অতিথিও থাকছেন রামমন্দিরের উদ্বোধনে। ইতিমধ্যে আমন্ত্রণপত্রও পাঠানো শুরু হয়ে গিয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Minakshi-Mukherjee:-বাইকে-চড়ে-ব্রিগেডের-পথে-মীনাক্ষী,-এদিন-ব্রিগেডের-মঞ্চে-মূল-বক্তা-তিনিই Read Next

Minakshi Mukherjee: বাইকে চড়ে ব্রিগ...