দক্ষিণবঙ্গের কিছু জেলায় শিলাবৃষ্টি ! সংগৃহীত ছবি
বৃষ্টির জন্য আবহাওয়া একেবারেই অনুকূল, নিম্নচাপ অক্ষরেখা ও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ৩ মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বর্ষণের সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে।
সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সকাল থেকেই আংশিক মেঘলা ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। আবহাওয়া ছিল মনোরমই।কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।
উত্তর প্রদেশের দক্ষিণ-পশ্চিমাংশ এবং প্রতিবেশী ছত্তিশগড়ের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার টানে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। এই কারণেই ৩ মে পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।