আংশিক অক্সিজেনে তিনি জয় করেছেন মাউন্ট এভারেস্ট
আংশিক অক্সিজেনে তিনি জয় করেছেন মাউন্ট এভারেস্ট। একের পর এক ছ’টি আট হাজারি শৃঙ্গ জয়ের শিরোপা পেয়েছেন তিনি। সামনে কাঞ্চনজঙ্ঘার মাথা ছোঁয়ার ইচ্ছা। তবে, রাজ্য কিংবা কেন্দ্র সরাসরি কারও কাছ থেকেই সেভাবে আর্থিক সহযোগিতা মেলেনি।
দিয়েছেন ছোট্ট স্টল। সেই স্টলেও রয়েছে পাহাড়ের ছোঁয়া। পাহাড়ি পথে যেতে যেতে সেখানকার জ্যাকেট বা জুতো সংগ্রহ করতেন। সেগুলো বিক্রি করেই কিছু লাভের আশায় স্টলে বসছেন। মাথায় যে প্রায় ৮০ লক্ষ টাকার দেনা। আরও শৃঙ্গ যে জয় করতে হবে। পাহাড় তাঁকে হাতছানি দেয় বারেবারে।
চন্দননগরেই স্থানীয় ইস্পাত সংঘের আয়োজনে এই মেলা শুরু হয়েছে গত ২৩ ডিসেম্বর। চলবে ১ জানুয়ারি পর্যন্ত। দুপুর ২টায় মেলার গেট খুললেও চন্দননগর কাঁটাপুকুরের বাসিন্দা পিয়ালির আসতে ৪টা বেজে যাচ্ছে। দিদি তমালি আসছেন আরও পরে। কারণ, বাড়িতে অসুস্থ বাবা। কয়েকদিনের জন্য পিসিকে ডাকা হয়েছে। পিয়ালি বলেন, “দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে কোথায় ভালো জিনিস কম দামে পাওয়া যায় আমি জানি।