মঙ্গলবার রাতে তাঁকে এসএসকেএমে ভর্তি করানো হয়
মঙ্গলবার রাতে তাঁকে এসএসকেএমে ভর্তি করানো হয়। হাসপাতালে ঢোকার মুখে ইডি তদন্তের কথা শুনেই মেজাজ হারালেন লিপ্স অ্যান্ড বাউন্সের উচ্চপদে চাকরি করা সুজয়কৃষ্ণ। রেগেমেগে খারাপ কথা বলেন তিনি। এর পর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জেলবন্দি সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ যে সংস্থার উচ্চপদে চাকরি করতেন, সেই লিপ্স অ্যান্ড বাউন্ডসে সোমবার রাতভর তল্লাশি চালিয়েছে ইডি। সোমবার সকাল থেকে তিন জায়গায় অভিযান চালায় ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাকি দু’জায়গায় তল্লাশি দ্রুত শেষ হলেও মঙ্গলবার সকাল পর্যন্ত আলিপুরের লিপ্স অ্যান্ড বাউন্ডসের শাখায় ইডির অভিযান চলে। সেই তল্লাশি শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তাদের হাতে এসেছে বলে দাবি করেছে ইডির একটি সূত্র।
মঙ্গলবার রাতে অ্যাম্বুল্যান্সের ভিতর মুখে অক্সিজেন মাস্ক লাগানো সুজয় ধীরে ধীরে বলেন, ‘‘বুকে খুব ব্যথা।’’ এর পর তাঁকে লিপ্স অ্যান্ড বাউন্স কোম্পানিতে ইডি অভিযান নিয়ে প্রশ্ন করতেই উঠে বসে পড়েন। মুখের মাস্ক খুলে যায়। উত্তেজিত হয়ে বেশ কিছু খারাপ শব্দ বলে।