You will be redirected to an external website

sonia gandhi: হঠাৎ অসুস্থ, তড়িঘড়ি দিল্লির হাসপাতালে ভর্তি করা হল সনিয়া গান্ধীকে

sonia-gandhi:-হঠাৎ-অসুস্থ,-তড়িঘড়ি-দিল্লির-হাসপাতালে-ভর্তি-করা-হল-সনিয়া-গান্ধীকে

অসুস্থ হয়ে পড়লেন সনিয়া গান্ধী

অসুস্থ হয়ে পড়লেন সনিয়া গান্ধী। শনিবারই দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। মুম্বইয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক থেকে ফিরেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে খবর। তাঁর গায়ে হালকা জ্বর রয়েছে। সূত্রের খবর দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতি সনিয়াকে।

স্যার গঙ্গা রাম হাসপাতালের ট্রাস্ট সোসাইটির চেয়ারম্যান ডিএস রানা বলেছেন, 'জ্বরের কারণে' চেস্ট মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অরূপ বসু এবং তাঁর দলের তত্ত্বাবধানে সনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছরে দ্বিতীয়বার তাঁকে হাসপাতালে ভরতি করা হল। উল্লেখ্য, এর আগে জানুয়ারিতে সনিয়া গান্ধীর শ্বাসযন্ত্রে ভাইরাল সংক্রমণের চিকিৎসার জন্য দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালেই ভরতি হয়েছিলেন। এরপর বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলাকালীন, লোকসভায় রাহুল গান্ধীর যেদিন বক্তব্য রাখার কথা ছিল, ওই দিন সংসদেই অসুস্থ হয়ে পড়েছিলেন সনিয়া।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

গত-এক-বছরে-৬১-কোটি-বোতল-মদ-বিক্রি-করেছে-দিল্লি-সরকার Read Next

গত এক বছরে ৬১ কোটি বোতল ম...