গতকালই সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন
গতকালই সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন৷ তার চব্বিশ ঘণ্টার মধ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদামি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল৷ তাঁর চাঞ্চল্যকর দাবি, এবারের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেলে পাঠাবেন৷
কেজরিওয়ালের অবশ্য দাবি, বিরোধী শিবিরের মতো বিজেপির কয়েকজন নেতার রাজনৈতিক ভবিষ্যৎও নষ্ট করে দেবন প্রধানমন্ত্রী৷ এমন কি, বিজেপি ভোটে জিতলে আগামী ছ মাসের মধ্যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে যোগী আদিত্যনাথকে সরিয়ে দেওয়া হবে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন কেজরিওয়াল৷
এ দিন নিজের কর্মী, সমর্থকদের সামনে এসে কেজরিওয়াল বলেন, ‘যত বিরোধী নেতা আছেন, সবাইকে জেলে পাঠিয়ে দেবে৷ আর অন্যান্য বিজপি নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করে দেবে৷ ওরা সঞ্জয় সিং, মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, কেজরিওয়ালকে জেলে পাঠিয়ে দিয়েছে৷ এম কে স্ট্যালিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক মন্ত্রীকে জেলে পাঠিয়েছেন৷ হেমন্ত সোরেনকে জেলে পাঠিয়েছে, কেরলের মুখ্যমন্ত্রীর পিছনে পড়ে আছেন৷ এরা যদি ভোটে জেতে, আমায় দিয়ে হলফনামায় লিখিয়ে নিন, কিছু দিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে থাকবেন৷ পিনারাই বিজয়ন, স্ট্যালিন, উদ্ধব ঠাকরে, তেজস্বী যাদব- যত বিরোধী নেতা আছেন সবাই জেলে থাকবেন৷ বিজেপির নেতাদেরও এরা ছাড়়বেন না৷ আদবাণী, মুরলী মনোহর যোশীর রাজনীতি শেষ করে দিয়েছেন৷