You will be redirected to an external website

শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে, সুস্থ থাকতে কী কী করতে হবে

শুক্রবার-পর্যন্ত-তাপপ্রবাহ-দক্ষিণবঙ্গে,-সুস্থ-থাকতে-কী-কী-করতে-হবে

শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে

সোমবারেও আবার ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই আবহে দক্ষিণবঙ্গে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। তাপপ্রবাহের পূর্বাভাসও রয়েছে। এই পরিস্থিতি কী ভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে নির্দেশিকা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

চলতি সপ্তাহে সোম থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই তাপপ্রবাহের কারণে শিশু, বৃদ্ধ, যাঁদের রোগব্যাধি রয়েছে, এ রকম কিছু মানুষজনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যাঁরা ভারী কাজ করেন, তাঁদেরও সতর্ক করেছে আবহাওয়া দফতর। 

এ জন্য কিছু সাবধানতার কথাও জানিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়েছে, তাপপ্রবাহ যখন চলবে, তখন বেশি ক্ষণ বাইরে না থাকাই উচিত। হালকা সুতির জামা পরা দরকার। কোনও কাপড় বা টুপি দিয়ে মাথা ঢেকে রাখা উচিত। সারা দিনে প্রচুর পরিমাণ জল পান করা উচিত। তেষ্টা না পেলেও জল খাওয়া প্রয়োজন। হাওয়া অফিসের আরও পরামর্শ, দেহে জলের ভারসাম্য বজায় রাখার জন্য ওআরএস, লস্যি, ঘোল, ছাঁচ, লেবু-জল পান করা উচিত। প্রখর রোদের মধ্যে কাজ এড়িয়ে যাওয়া উচিত। পাশাপাশি, দিনে যখন তাপমাত্রা কম থাকবে, তখন ভারী কাজ করার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। বাইরে রোদের মধ্যে যাঁরা কাজ করছেন, তাঁদের বার বার বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশিকায়।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Abhishek-Banerjee:-দুর্যোগে-আহতদের-দেখতে-হাসপাতালে-গিয়ে-‘তোপ’-অভিষেকের Read Next

Abhishek Banerjee: দুর্যোগে আহতদের ...