আগামী কয়েকদিন পশ্চিমের জেলায় জেলায় বইবে লু
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন পশ্চিমের জেলায় জেলায় বইবে লু। কলকাতাতেও বাড়বে গরম ও অস্বস্তি। আরও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। আপাতত নেই বৃষ্টির কোনও সম্ভাবনা।গরম বাড়বে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং ছাড়া সব জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি। মালদহ, দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।পারদ চড়তে চড়তে অবস্থা চরমে উঠবে ছয় ও সাত জুন। তিন ও চার জুন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলে সামান্য বৃষ্টি হবে। যদিও স্বস্তি আনতে ব্যর্থ হবে এই সামান্য বৃষ্টি। পশ্চিমের শুষ্ক হাওয়া গ্রাস করেছে প্রায় গোটা বাংলাকে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার সরকারিভাবে তাপপ্রবাহ ঘোষনা না করা হলেও তাপপ্রবাহের সমান কষ্ট অনুভূত হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, নদীয়া, হাওড়া, হুগলি, কলকাতায়।পশ্চিমের শুষ্ক হাওয়া গ্রাস করেছে প্রায় গোটা বাংলাকে। সকাল ১১ টা থেকে বিকেল ৪টের মধ্যে প্রয়োজন ছাড়া রোদে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে।এর আগে গত মার্চ মাসে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়। কিন্তু সেটা ছিল শুষ্ক তাপপ্রবাহ। এবার প্রাক বর্ষা জলীয় বাষ্প পরিপূর্ণ তাপপ্রবাহ চলবে। এবার পশ্চিমাঞ্চলের জেলা ছাড়া রাজ্যের বাকি অংশে আর্দ্র এবং খুব উষ্ণ গরম।
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার থেকে তিন দিন রাজ্যের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলবে। জ্যৈষ্ঠের গরমে রীতিমতো পুড়বে জেলাগুলি। তাপপ্রবাহের পাশাপাশি আবার কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারেও বলেছে জানিয়েছে হাওয়া অফিস।কলকাতায় শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি। সঙ্গে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।