তাপপ্রবাহের সতর্কতা জারি রাজ্যের নয় জেলায়
আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের নয় জেলায় আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
এই নয় জেলা হল পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টিপাত কিংবা তাপমাত্রা হ্রাসের কোনও সুখবর শোনায়নি হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে দহনজ্বালা চললেও উত্তরবঙ্গের দুই জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা-ও স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার সারা দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৮ এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।