৫ রাজ্যে আগামী অন্তত ৪ দিন ধরে ফের খেল দেখাবে তাপপ্রবাহ
৫ রাজ্যে আগামী অন্তত ৪ দিন ধরে ফের খেল দেখাবে তাপপ্রবাহ। শুক্রবার (১৭ মে), এমনই সতর্কতা জারি করল ভারতের আবহাওয়া বিভাগ। তারা জানিয়েছে, ১৮ থেকে ২১ মের মধ্যে রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ এবং বিহার ভয়ঙ্কর তাপপ্রবাহের সাক্ষী হতে পারে। আবহাওয়া বিভাগ আরও বলেছে, উত্তর-পশ্চিম ভারত এবং গুজরাটের তাপমাত্রা আগামী পাঁচ দিনে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে। মৌসম ভবনের মতে, মে মাসে ইতিমধ্যেই ভারতের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
এই অস্বাভাবিক গরমের পিছনে পশ্চিমী ঝঞ্ঝাকেই দায়ী করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা। সংবাদ সংস্থা এএনআই-কে আইএমডির বরিষ্ঠ বিজ্ঞানী ডা. নরেশ কুমার বলেছেন, “এপ্রিল থেকে কয়েকদিন আগে পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতকে সমানে প্রবাব ফেলছিল পশ্চিমী ঝঞ্ঝা। যে কারণে, জম্মু ও কাশ্মীরের একাংশ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে। ফলে, তাপমাত্রা খুব বেশি ছিল না। কিন্তু, মে মাসে অনেক জায়গাতেই তাপমাত্রা ৪৫ ডিগ্রিতে পৌঁছেছে। আজও রাজস্থানে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। পঞ্জাব হরিয়ানাতেও তাপমাত্রা ৪৪ ডিগ্রির কাছাকাছি।
উত্তর-পশ্চিম ভারতের পাশাপাশি, পূর্ব ও মধ্য ভারতেও ১৮ মে থেকে একটানা তাপপ্রবাহ দেখা যেতে পারে। সপ্তাহান্তে বাংলায় বহু জায়গায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। রাজ্যের পশ্চিমপ্রান্তের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করে যাবে। শনিবার ও রবিবার বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সম্ভাবনা প্রবল। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। সপ্তাহ পার করে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরের উপর একটি নিম্মচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।