You will be redirected to an external website

Weather : ফের বঙ্গ জুড়ে তোলপাড় করা বৃষ্টির পূর্বাভাস,কলকাতা ও দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি

Weather-:--ফের-বঙ্গ-জুড়ে-তোলপাড়-করা-বৃষ্টির-পূর্বাভাস,কলকাতা-ও-দক্ষিণবঙ্গে-মাঝারি-বৃষ্টি

ফের বঙ্গ জুড়ে তোলপাড় করা বৃষ্টি

একদিকে ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখা ফের বঙ্গ জুড়ে তোলপাড় করা বৃষ্টির পূর্বাভাস৷ শুক্রবার সন্ধ্যা থেকেই কলকাতা ওয়েদার আপডেটে বড়সড় বদল দেখেছে দক্ষিণবঙ্গবাসী৷ কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলায় শুরু হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি৷এই বৃষ্টি এই সপ্তাহে আরও বৃদ্ধি পাবে৷ আইএমডি ওয়েদার আপডেট অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশের উপর বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্ত৷ আর বাংলাদেশের উপর দিয়েই বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা৷ এই দুইয়ের প্রভাবেই তোলপাড় করা বৃষ্টি বঙ্গে৷কলকাতায় আজও দিনের বিভিন্ন সময়ে ইতঃস্তত বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে৷ অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷

আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৪ শতাংশ৷ এর ফলে ফের আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে৷ ফলে ফিল লাইক তাপমাত্রার সর্বোচ্চ অনুভূতি হবে ৪৪ ডিগ্রি সেলসিয়াস৷পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেটে  রাজ্য জুড়েই আগামী কয়েক দিন মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে এখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি থাকবে৷  দক্ষিণবঙ্গে উপকূলে ভারী বৃষ্টি।দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই ভারী বৃষ্টি হচ্ছে৷ তবে বুধবার থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস জারি রয়েছে৷  বজ্র-বিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি প্রায় সব জেলাতেই। ১৫  অগাস্ট  এর পর বৃষ্টি কমবে উত্তরবঙ্গে, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গে ২৪ ঘণ্টা ভারী বৃষ্টি।  উত্তরবঙ্গের ওপরের দিকে পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মালদহ ও উত্তর দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টি।দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বজ্র-বিদ্যুৎ- সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mamata-Banerjee:-কন্যাশ্রীর-মঞ্চে-মমতার-গলায়-‘জয়-ইন্ডিয়া’ Read Next

Mamata Banerjee: কন্যাশ্রীর মঞ্চে ...