ফের ভারী বৃষ্টির ফাঁড়া উত্তর ভারতে
ফের ভারী বৃষ্টির ফাঁড়া উত্তর ভারতে। একটানা বৃষ্টিতে ভাসছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র , ওড়িশা, গুজরাট। আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন। অন্য়দিকে বৃষ্টির জেরে ফের একবার নদীগুলির জলস্তর বাড়তে শুরু করেছে। দিল্লি সহ সংলগ্ন অঞ্চলে যমুনা নদীর জলস্তর ফের বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে।
মৌসম ভবনের তরফে আগামী দুইদিনের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। লাগাতার বৃষ্টিতে শুক্রবারই ধস নামে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে। ফলে ওই জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্নর জেলাতেও ধস নামায় ৫ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। হড়পা বান নেমেছে লেহতে। মেঘ ভাঙা বৃষ্টির কারণেই হড়পা বান নেমেছে বলে জানা গিয়েছে। জমা জল ও ধসের কারণে একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে লাদাখেও।
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, উত্তরাখণ্ডের দেহরাদুন, উত্তরকাশী, তেহরি, পৌরি ও নৈনিতালে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অন্যান্য জেলাতেও। সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরকাশী, চামোলি, দেহরাদুন ও তেহরিতে।উত্তরাখণ্ডের পাশাপাশি হিমাচল প্রদেশেও জারি করা হয়েছে কমলা সতর্কতা। আগামী ২৩ জুলাই থেকে ২৫ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চাম্বা, কাঙ্গরা, সিমলা, কুলু, মান্ডি, বিলাসপুর, সোলান ও সিরমাউরে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।