বৃহস্পতিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
আগামী দু’থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে যে সকল জায়গায় বর্ষা প্রবেশ করেনি সেখানেও বর্ষা প্রবেশ করবে বলে পূর্বাভাস মিলেছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি এলাকায় ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। গত ১৮ জুন থেকে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। আগামী ২৪ ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হলে অস্বস্তি কিছুটা থাকবে। কাল বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। জানা যাচ্ছে, কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৮৯ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য ১.৮ মিলিমিটার।