You will be redirected to an external website

Weather:দু’দিন ধরে ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলায়

Weather:দু’দিন-ধরে-ভারী-বৃষ্টির-পূর্বাভাস-কলকাতা-সহ-দক্ষিণের-প্রায়-সব-জেলায়

শুক্র এবং শনিবার কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এই সপ্তাহান্তেও নির্বিঘ্নে পুজোর বাজার করতে পারবেন না কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার বাসিন্দারা। মাথায় হাত ব্যবসায়ীদেরও। কারণ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্র এবং শনিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণের বেশ কিছু জেলায়। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবারও হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। শক্তি বাড়িয়ে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে ওড়িশা এবং বাংলা উপকূলের দিকে এগোতে পারে। তার জেরেই শুক্রবার থেকে আগামী ৩ অক্টোবর রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূ্র্বাভাস রয়েছে।

শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এই সমস্ত জেলার সর্বত্র বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত ভাবে এক, দু’জায়গায় বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতাও।

শনিবার পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই তিন জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, পূর্ব বর্ধমানে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে।

উত্তরের জেলাগুলিতে এই সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, মালদহ এবং দুই দিনাজপুরে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Abhishek-Banerjee:-ইডির-তলবে-যাচ্ছেন-না,ক্ষমতা-থাকলে-আটকে-দেখাক!-পাল্টা-চ্যালেঞ্জ-অভিষেকের Read Next

Abhishek Banerjee: ইডির তলবে যাচ্ছে...