রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত!
ভারী বৃষ্টি বা অতিভারী বৃষ্টিপাত যাই হোক না যাঁরা নদীর তীরবর্তী এলাকায় বসবাস করেন তাঁরা অত্যন্ত আতঙ্কে ভোগেন ৷ কিন্তু উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য অত্যন্ত চিন্তার বিষয় ৷ উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাতের জন্য তিস্তা, জলঢাকা-সহ একাধিক নদীর জল বাড়ছে ৷নেপাল ভুটান ও সিকিমে টানা বৃষ্টি বিপর্যয়ের সৃষ্টি করেছে ৷ উত্তরের জেলাগুলিতে অঝোরে ঝরে পড়ছে বারিধারা ৷
জলপাইগুড়ি ফ্লাড কন্ট্রোল বা বন্যা নিয়ন্ত্রণ দফতর সূত্রে জানতে পারা গিয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ৭২ ঘণ্টা তুমুল বৃষ্টিপাত হতে পারে ৷রবিবার থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টিপাত হচ্ছে ৷ রবিবার রাত থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় ও ডুয়ার্সের মোট বৃষ্টিপাতের পরিমাণ ৷ সেবকে ১৮১.৮ মিলি, জলপাইগুড়ি- ৬২.৬, বাগরাকোট-১৪৫.৮, বক্সা-৯৬.২, কুমারগ্রাম-১৫৮.২, নাগরাকাটা- ২০৬.০ ৷ আলিপুরদুয়ার -১৪০.২, কোচবিহার- ৫৫.৪, ধুপগুড়ি -৬৪.৮, ডায়না- ১৯৯.০, বারোবিশা- ১৭৪.০ এবং ফালাকাটায় ৯৮.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ৷