দক্ষিণের পাঁচ জেলায় ধেয়ে আসছে প্রবল ঝড়বৃষ্টি!
শনিবার সকাল থেকেই মেঘলা ছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ৷ কথা ছিল, বৃষ্টি হবেই৷ দিনের তাপমাত্রা বেড়েছিল অনেকটাই৷ আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে বৃষ্টি বাড়বে৷ ঠিক শীতের মুখেই ফের বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে রাজ্যে৷ বলা হচ্ছে, এই সপ্তাহ শেষে একাধিকক্রমে বৃষ্টি হতে পারে৷ দক্ষিণের প্রায় সবক’টি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এই বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমবে৷শনিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, বেলা তিনটের পর নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা জেলাতে আগামী এক থেকে দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোথাও কোথাও শুরু হয়েছে বৃষ্টি৷ তবে এখনই এই বৃষ্টি থামার কোনও সম্ভাবনা তৈরি হয়েছে৷ কেন্দ্রীয় মৌসম ভবনের তরফ থেকে বলা হয়েছে, আগামী তিন দিন দেশের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ইতিমধ্যে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে তীব্র বৃষ্টি শুরু হয়েছে৷ বৃষ্টির দাপটের কারণে ইতিমধ্যে তামিলনাড়ুতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে কেন্দ্রীয় মৌসম ভবন৷ বলা হয়েছে, উত্তরপূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি আরও বাড়তে পারে৷