ভারী বৃষ্টির আশঙ্কা রাজ্যে রাজ্যে
আবহাওয়া দফতর সূত্রে খবর, নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। যার জেরে শনিবার থেকেই আবহাওয়ার বড় বদলের সম্ভাবনা। আর ঝিরঝিরে বৃষ্টি নয়। ভারী বৃষ্টির আশঙ্কা রাজ্যে রাজ্যে।মৌসম ভবনের সতর্কতা বলেছে, বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে তৈরি হচ্ছে নিম্নচাপ বলয়। ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে।এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে মৌসুমী অক্ষরেখা এখনও বাংলার ওপরে অবস্থান করছে না। অন্যদিকে গুজরাতের কচ্ছ সংলগ্ন এলাকায় এবং মধ্যপ্রদেশের বিদর্ভ ছত্তীশগড় সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত।
আজ দক্ষিণ ওড়িশা, দক্ষিণ ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং সংলগ্ন পূর্ব মহারাষ্ট্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তেলেঙ্গানার কিছু জায়গায় আগামী ২৪ ঘন্টার মধ্যে ২৫০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত-সহ অত্যন্ত ভারী বর্ষণ দেখা যাবে।
শুক্রবার ২৮ জুলাই তেলেঙ্গানা, পূর্ব মহারাষ্ট্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যাপক বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বিচ্ছিন্ন ঝড় হওয়ার সম্ভাবনা উত্তর-পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাট, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা এবং লাক্ষাদ্বীপে।বিহার, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।এই নিম্নচাপ পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলেই আবহাওয়ার পূর্বাভাস। তারপরে উত্তর-পূর্বে পশ্চিমবঙ্গের দিকে সরে যাবে নিম্নচাপটি।