ভারী বৃষ্টি, তুষারপাত! রাজ্যে রাজ্যে সতর্কতা
আইএমডি-র পূর্বাভাস বলছে, বর্ষা যেতে না যেতেই হাজির মরসুমের প্রথম তীব্র পশ্চিমী ঝঞ্ঝা।আগামী ১৭ অক্টোবর পর্যন্ত উত্তর-পশ্চিম ও মধ্য ভারতকে প্রভাবিত করবে এই পশ্চিমী ঝঞ্ঝা।ভারতের হিমাচল প্রদেশ, লাদাখ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, পঞ্জাব এবং দিল্লির মতো বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি, বজ্রপাত, এবং তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।একটি তীব্র পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বিরাট বদল হতে চলেছে আবহাওয়ার। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) শনিবার ১৭ অক্টোবর পর্যন্ত উত্তরের বেশ কিছু পার্বত্য রাজ্যে ভারী বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা জারি করেছে।
আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে এটিই এই মরশুমের প্রথম তীব্র শক্তিসম্পন্ন পশ্চিমী ঝঞ্ঝা এবং এটি আগামী ১৭ অক্টোবর পর্যন্ত উত্তর-পশ্চিম ও মধ্য ভারতকে প্রভাবিত করবে।আইএমডি তার রিপোর্টে জানিয়েছে ১৬ অক্টোবর পর্যন্ত তামিলনাড়ু, কেরল এবং লাক্ষাদ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ তামিলনাড়ু এবং নিম্ন ট্রপোস্ফিয়ারিক স্তরের আশেপাশে অবস্থিত। তারই জেরে আবহাওয়ার মুড বদল বলে মনে করছেন আবহাওয়াবিদরা।