ঝেঁপে বৃষ্টি শুরু পূর্ব মেদিনীপুরে
কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনায় আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে পারে। তেমনটাই জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুরে। সন্ধ্যা থেকে ঝড়বৃষ্টি হচ্ছে জেলার বেশ কিছু এলাকায়।
আলিপুর আবহাওয়া দফতর বুধবার রাত পৌনে ৯টা নাগাদ যে বুলেটিন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি এলাকায় আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই এলাকায় আপাতত হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
স্থানীয় সূত্রে খবর, সাড়ে ৭টার পর দু’এক ফোঁটা বৃষ্টি শুরু হয়। এক ঘণ্টার মধ্যে রূপ বদলে যায় প্রকৃতির। সকালে যে এলাকা তীব্র দাবদাহের সাক্ষী ছিল, তাপপ্রবাহে কাহিল হয়ে পড়েছিল যে অঞ্চল, রাত সাড়ে ৮টা নাগাদ সেখানেই তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়। বজ্রপাতের কারণে বিস্তীর্ণ অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। বৃষ্টি চলছে মেছেদা, কাঁথি, মহিষাদল, হলদিয়া, তমলুকে। বিকেলের দিকে সামান্য বৃষ্টি হয়েছে দিঘাতেও।
বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই তাপপ্রবাহ হয়েছে। রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কলাইকুন্ডায়, ৪৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছিল, আগামী তিন দিন তাপপ্রবাহের পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না।