ওড়িশাতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি
ঘূর্ণাবর্ত আজ, বুধবার নিম্নচাপে পরিণত হবে। ওড়িশাতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি। এর পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। আজ ও আগামিকাল, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির স্পেল। শনিবার থেকে হাওয়া বদল হতে পারে ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷আজ, বুধবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। বেলা বাড়লে মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আগামী ৩ দিন তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে। শুক্র-শনিবারের মধ্যে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে সকালের দিকে। বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতি অথবা শুক্রবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি কমবে।কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম।গতকাল, মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ কমবে। উপরের দিকে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে । ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি,আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টি হবে। আগামিকাল, বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে; বাড়বে তাপমাত্রা। মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম ৷ বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।