উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে, কমলা সতর্কতা জারি
বঙ্গোপসাগরের নিম্নচাপ ওড়িশা উপকূল ছাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। আগামী তিনদিনে এটি উত্তর ওড়িশা ও উত্তর ছত্তিশগড়ের ওপরে প্রভাব বিস্তার করবে।নিম্নচাপ ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। আগামী ৪৮ ঘন্টায় এটি ছত্তিশগড়ে সরে যাবে। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। অমৃতসর, হিশার, দিল্লি, হার্দোই, বারানসী হয়ে ওড়িশা ও ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। এরপর মৌসুমী অক্ষরেখা বালাসোর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা সোমবার থেকে উত্তরের দিকে সরবে।
রাজ্যে কমবে বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্ত কাটবে আর্দ্রতাজনিত অস্বস্তিতে। তাপমাত্রা সামান্য বাড়বে , বেশি বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।উত্তরবঙ্গে সোমবার থেকে বাড়বে বৃষ্টি। ২১-২৬ অগাস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কমলা সতর্কতা জারি হয়েছে হাওয়া অফিসের তরফে। ২৩-২৫ অগাস্ট দুর্যোগপূর্ণ আবহাওয়া দার্জিলিং-সহ ওপরের পাঁচ জেলায়।উত্তরবঙ্গে আজ ও কাল ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ ও কাল বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা ওপরের জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ মূলত হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে না বাড়লেও সামান্য বাড়তে পারে।কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কমবে, তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।