You will be redirected to an external website

Heavy Rain: দু’দিন ধরে টানা ভারী বৃষ্টি গুজরাতে,জলমগ্ন মোদীর রাজ্যের বহু শহর

Heavy-Rain:-দু’দিন-ধরে-টানা-ভারী-বৃষ্টি-গুজরাতে,জলমগ্ন-মোদীর-রাজ্যের-বহু-শহর

দু’দিন ধরে টানা ভারী বৃষ্টি গুজরাতে.. ছবি: পিটিআই।

ভারী বৃষ্টিতে দেওয়াল ধসে কোথাও একসঙ্গে চারটি শিশুর মৃত্যু হয়েছে। কোথাও বা জলের তোড়ে ভেসে গিয়েছেন দু’জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে গত দু’দিন ধরে একটানা ভারী বৃষ্টি মোট ন’জনের প্রাণ কেড়ে নিয়েছে। জলমগ্ন জুনাগড়, সুরাত এবং তাপী জেলা-সহ একাধিক এলাকা। তবে ভারী বৃষ্টি থেকে আপাতত রেহাই নেই গুজরাতবাসীর। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, গুজরাতের বিস্তীর্ণ এলাকায় গত ৩০ ঘণ্টায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। শনি থেকে সোমবার পর্যন্ত রাজ্য জুড়েই কোথাও ভারী, কোথাও বা মাঝারি থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছেন হাওয়া অফিস। গত দু’দিনের জুনাগড়, মোরবি, সুরাত, জামনগর, কচ্ছ এবং তাপী জেলায় ভারী বৃষ্টিতে বিপর্যন্ত হয়েছে জনজীবন। শুক্রবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন একাধিক শহর ও গ্রামীণ এলাকা।

ভারী বৃষ্টিতে বিপর্যয়ের সাক্ষী থেকেছে পাঁচমহল, আনন্দ-সহ একাধিক জেলা। বৃষ্টিতে দেওয়াল ধসে বৃহস্পতিবার পাঁচমহলে একসঙ্গে চারটি শিশুর মৃত্যু হয়েছে। অন্য দিকে, প্রবল জলের তোড়ে জামনগর এবং অরবলি জেলায় দু’জন ও অমরেলিতে এক মহিলা ভেসে গিয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে আগামী দু’দিনের আবহাওয়ার পূর্বাভাসে মৌসম ভবন জানিয়েছে, গান্ধীনগর, খেড়া, আমদাবাদ, আনন্দ, বরোদা, ভারুচ, সুরাত, নবসারি এবং বলসাদ জেলায় শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Saayoni-Ghosh:-৫-জুলাই-ফের-তলব-তৃণমূলের-যুব--নেত্রী-সায়নী-ঘোষকে Read Next

Saayoni Ghosh: ৫ জুলাই ফের তলব তৃণ...