You will be redirected to an external website

Kedarnath Yatra : রাতভর প্রবল তুষারপাত, স্থগিত কেদারনাথ যাত্রা

Kedarnath-Yatra-:-রাতভর-প্রবল-তুষারপাত,-স্থগিত-কেদারনাথ-যাত্রা

রাতভর প্রবল তুষারপাত

ভারী তুষারপাত হিমালয়ের উচ্চ অঞ্চলে। যার জেরে বুধবার বন্ধ করে দেওয়া হয় কেদারনাথ যাত্রা । কোনও পুণ্যার্থীকেই আর কেদারধামের উদ্দেশ্যে যেতে দেওয়া হবে না। এই মুহূর্তে বর্তমানে বন্ধ রয়েছে রেজিস্ট্রেশনও। ফলে আবহাওয়া অনুকূল না হওয়া পর্যন্ত এই পবিত্র ধামে যাত্রা নিয়ে কার্যত অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

এই পরিস্থিতিতে কেদারনাথ যাত্রা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুণ্যার্থীদের ইতিমধ্যেই সতর্ক করেছে প্রশাসন। জানানো হয়েছে, কেদারনাথের পথে আর এগোবেন না। আবহাওয়ার উন্নতি না হলে ফের যাত্রা শুরু অনুমতি দেওয়া সম্ভব নয়।রুদ্রপ্র‌য়াগের জেলাশাসক ময়ূর দীক্ষিত বলেন, "আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত পুণ্যার্থীরা আর এগোবেন না। যেখানে আছেন, সেখানেই থাকুন।"‌ কেদারনাথে এখন টানা তুষারপাত চলছে। যার জেরে রাস্তায় তিন থেকে চার ফুট পুরু বরফের আস্তরণ পড়েছে। এমত অবস্থায় সেই রাস্তায় গাড়ি যাতায়াত করা সম্ভব নয়। সকাল সাড়ে ১০টার পর শোনপ্রয়াগ থেকে আর কেদারনাথের দিকে এগোতে দেওয়া হবে না কাউকেই। রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

হরিদ্বার, হৃষিকেশের রেজিস্ট্রেশন কাউন্টারে কেদারনাথ ধাম যাত্রার রেজিস্ট্রেশনে আপাতত নিষেধাজ্ঞা রয়েছে। নতুন করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া ফের কবে থেকে চালু করা হবে, তা নিয়ে কোনও সদুত্তর মেলেনি ধামি প্রশাসনের তরফে। হাজার হাজার পুণ্যার্থী কেদারনাথের উদ্দেশ্যে রওনা মাঝপথেই আটকে পড়েছেন। শ্রীনগরে থামিয়ে দেওয়া হয়েছে অসংখ্য কেদার এবং বদ্রীনাথের যাত্রীকে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

মহিলা-বিমান-যাত্রীর-ব্যাগে-মিলল-২২টি-সাপ-ও-গিরগিটি! Read Next

মহিলা বিমান যাত্রীর ব্য...