You will be redirected to an external website

Weather Update: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, জারি সতর্কতা!

দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

শনিবার ভারী বৃষ্টির সতর্কতা কলকাতাতে। আজ দক্ষিণবঙ্গের ১০ জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। অর্থাত্‍, কোনও কোনও জায়গায় ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলবে কালও। রবিবার দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। 

রাজস্থান থেকে সবে বর্ষা-বিদায় শুরু হয়েছে। বাংলা থেকে বর্ষা যেতে এখনও ঢের দেরি। মৌসুমি বায়ু যাবে কী! পালে হাওয়া দিতে বারবার হাজির নিম্নচাপ।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, জুন, জুলাইয়ে ভাল বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। অথচ, শেষবেলায় বাহুবলী বর্ষা। নিম্নচাপের জেরে দুর্যোগের ভয় দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার তো এই পরিস্থিতি বদলানোর কোনও পূর্বাভাস নেই। আকাশ মেঘলা… বৃষ্টি নামতেই গরম কমেছে। কিন্তু বৃষ্টির বিপদ অনেক।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

Read Next

১২০টি বন্দে ভারত তৈরির চ�...

Related News