You will be redirected to an external website

অতি ভারী বৃষ্টির কারণে ধস,মহারাষ্ট্রে আটক বহু পরিবার

অতি-ভারী-বৃষ্টির-কারণে-ধস,মহারাষ্ট্রে-আটক-বহু-পরিবার

ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে দুর্বিষহ পরিস্থিতি

গত ৩৬ ঘণ্টা ধরে মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে দুর্বিষহ পরিস্থিতি। বুধবার রাতে ভারী বর্ষণের ফলে মহারাষ্ট্রের কঙ্কণ এলাকার রায়গড় জেলার খালাপুর তহসিলের ইরশালওয়াড়ি গ্রামে ধস নামে।

স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৫০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ধস নামার ফলে গ্রামের প্রায় ৫০টি পরিবার আটকে রয়েছে। উদ্ধারকাজের জন্য তৎপর হয়ে উঠেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বৃষ্টির মধ্যে ২৫ জনকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ধসের ফলে ক্ষয়ক্ষতিও হয়েছে গ্রামবাসীদের।

স্থানীয়দের সূত্রে খবর, ধসের তলায় আটকে প্রাণ হারিয়েছে বহু গৃহপালিত পশু। রায়গড়ের জেলা শাসক যোগেশ মাশে জানিয়েছেন, যে এলাকায় ধস নেমেছে, সেখানে অনেকটাই চড়াই পথ। প্রায় দু’ঘণ্টা মতো হাতে সময় নিয়ে উপরের দিকে উঠতে হবে। জেলাশাসক বলেন, ‘‘আমাদের জন্য বিষয়টা খুবই চ্যালেঞ্জিং।’’

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

21-July:-২১-জুলাইয়ের-প্রস্তুতি-শেষ-লগ্নে,নিরাপত্তায়-কড়া-নজরদারি-আরেক-দিকে-ডিম-ভাতের-আয়োজন Read Next

21 July: ২১ জুলাইয়ের প্রস্তুত...