You will be redirected to an external website

Global warming: প্রাকৃতিক দুর্যোগের কবলে হিমাচল প্রদেশ, বিপর্যয়ের কারণ জানালেন বিজ্ঞানীরা

Global-warming:-প্রাকৃতিক-দুর্যোগের-কবলে-হিমাচল-প্রদেশ,-বিপর্যয়ের-কারণ-জানালেন-বিজ্ঞানীরা

প্রাকৃতিক দুর্যোগের কবলে হিমাচল প্রদেশ

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত দেবভূমি! টানা মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধ্বসে হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। প্রাণ গিয়েছে প্রায় শ’খানেক মানুষের। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহুতল। মন্দির, রাস্তা, ব্রিজ ভেসে গিয়েছে। একই অবস্থা উত্তরাখণ্ডের। কেবল চলতি বছর নয়, সাম্প্রতিককালে গত কয়েক বছর ধরেই প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বস্ত হিমাচল, উত্তরাখণ্ডের মতো হিমালয়ের কোলের অঞ্চলগুলি। হঠাৎ করে কেন এই অভিশাপ নেমে এল হিমালয়ের কোলে? প্রতি বছরই কেন এভাবে দুর্যোগের কবলে পড়েছে পার্বত্য অঞ্চলগুলি? এখন এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা। অনেকের মতে, ধারণ ক্ষমতা পরিমাপ না করেই পাহাড়ের কোলে অতিরিক্ত হোটেল, বহুতল তৈরি হয়েছিল এবং জনসংখ্যা থেকে পর্যটকের সংখ্যা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে।

আবহবিদদের মতে, হঠাৎ করে সৃষ্ট নিম্নচাপের জেরেই হিমালয় পার্বত্য অঞ্চলে অত্যধিক বৃষ্টিপাত হচ্ছে। আর এই নিম্নচাপের কারণ অতিরিক্ত তাপমাত্রার বৃদ্ধি। মৌসম ভবনের নয়া দিল্লির অধিকর্তা কুলদীপ শ্রীবাস্তবের কথায়, এটিকে দুটি শক্তিশালী সিস্টেমের সংঘর্ষ হিসাবে মনে করুন।” তিনি আরও বলেন, “এটি অতিরিক্ত বৃষ্টিপাত বা মেঘ বিস্ফোরণ ঘটায় … আমরা গত কয়েক বছরে লক্ষ্য করছি, স্বল্প সময়ের জন্য বৃষ্টিপাত হলেও তার তীব্রতা অত্যধিক। এটার প্রধান কারণ হল আবহাওয়ার পরিবর্তন অর্থাৎ বিশ্বব্যাপী তাপমাত্রার বৃদ্ধি। ফলে বছরের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা বাড়ছে।”

আবহাওয়া অফিসের পরিসংখ্যান ঘাঁটলে জানা যায়, এক দশকের মধ্যে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে অতিরিক্ত বৃষ্টিপাতের ঘটনা অতিরিক্ত বেড়ে গিয়েছে। ২০১১ সালে এই দুই রাজ্যে অতিরিক্ত বৃষ্টিপাতের ঘটনা ঘটেছিল ৭৪টি, ২০২০ সালে সেটি বেড়ে দাঁড়ায় ১১৮।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

নীরজের-সাফল্যে-উচ্ছ্বসিত-দিল্লি-পুলিশ,-ভাইরাল-সেই-টুইট... Read Next

নীরজের সাফল্যে উচ্ছ্বসি...