You will be redirected to an external website

Himachal Pradesh: ধ্বংসস্তূপের তলায় এখনও চাপা পড়ে মৃতদেহ, চলছে উদ্ধারকাজ

Himachal-Pradesh:-ধ্বংসস্তূপের-তলায়-এখনও-চাপা-পড়ে-মৃতদেহ,-চলছে-উদ্ধারকাজ

হড়পা বানের কারণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ

ক্রমাগত মেঘভাঙা বৃষ্টি, ধস এবং হড়পা বানের কারণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। চারদিকে মৃত্যুর হাহাকার এবং ধ্বংসস্তূপ। ১৪ অগস্ট সকালে শিমলার সামার হিল এলাকার শিবমন্দির ভারী বৃষ্টির কারণে ধসে পড়ে। দুর্ঘটনার সময় মন্দিরের ভিতর বহু দর্শনার্থীই পুজোর জন্য উপস্থিত ছিলেন। মন্দির ধসে পড়ায় মৃত্যুও হয়েছে বহু পুণ্যার্থীর। 

মন্দিরের ধ্বংসস্তূপের তলায় এখনও কয়েক জন পুণ্যার্থীর দেহ চাপা পড়ে রয়েছে বলে দাবি করছে হিমাচল প্রদেশের প্রশাসনিক আধিকারিকেরা। প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত শিবমন্দিরের ধ্বংসস্তূপ থেকে ১৭ জনের দেহ উদ্ধার হয়েছে। এখনও দুই থেকে তিন জনের মৃতদেহ ধ্বংসস্তূপের তলায় চাপা রয়েছে বলে প্রশাসনের দাবি।

বৃষ্টি এবং ধসের প্রভাবে প্রায় ১০ হাজার কোটি টাকা সম্পত্তির ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু। সরকারের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২০২২টি বাড়ি সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৯৬১৫টি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। বৃষ্টির কবলে পড়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২২৪ জন। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১৭ জনের। হিমাচল প্রদেশে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা মেরামত করতে এক বছরেরও বেশি সময় লেগে যাবে বলে জানিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Ram-Rahim-Singh:-চলতি-বছরেই-দু’দফায়-প্যারোলে-মুক্তি!-আবার-জেলে-ফিরলেন-ডেরা-প্রধান-রাম-রহিম Read Next

Ram Rahim Singh: চলতি বছরেই দু’দফা...