You will be redirected to an external website

Himachal Pradesh: ধস, হড়পা বানে বিপর্যস্ত হিমাচল,বন্ধ ৭০০টিরও বেশি রাস্তা

Himachal-Pradesh:-ধস,-হড়পা-বানে-বিপর্যস্ত-হিমাচল,বন্ধ-৭০০টিরও-বেশি-রাস্তা

হড়পা বানে বিপর্যস্ত হিমাচল

ধস, হড়পা বানে রবিবার হিমাচলে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি। গত ৩৬ ঘণ্টায় রাজ্যে ১৪টি ধস নেমেছে। ১৩টি হড়পা বানের খবর পাওয়া গিয়েছে। ধসের কারণে ৭০০টিরও বেশি রাস্তা বন্ধ। বেশ কয়েকটি নদীর জলস্তর বাড়ছে।

শিমলার কোটগড় এলাকায় বৃষ্টিতে ধসের কারণে একটি বাড়ি ভেঙে পড়েছে। এই ঘটনায় একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। কুলুতে ধসের কারণে মৃত্যু হয়েছে এক মহিলার। শনিবার রাতে চম্বা কাতিয়ান তহসিল এলাকায় ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুকু।

লমগ্ন হয়ে পড়েছে চাষের জমি। শিমলায় বহু রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। সোম এবং মঙ্গলবার রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ রাখার কথা জানিয়েছে হিমাচল সরকার।৭৩৬টি রাস্তা বন্ধ রয়েছে। রবিবার সকালে মোট ১৭৪৩টি ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়েছে। রবি, বিপাশা, শতদ্রু, সাওয়ান, চন্দ্রভাগা-সহ বেশ কিছু নদীর জলস্তর বাড়ছে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mamata-Banerjee:-মমতা-বন্দ্যোপাধ্যায়ের-হেলিকপ্টার-বিভ্রাট-নিয়ে-তদন্ত-করবে-ডিজিসিএ Read Next

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্...