You will be redirected to an external website

মাঝআকাশে বিমানকর্মীকে নিগ্রহ! দিল্লিতে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান !

মাঝআকাশে-বিমানকর্মীকে-নিগ্রহ!-দিল্লিতে-ফিরল-এয়ার-ইন্ডিয়ার-বিমান-!

মাঝ আকাশে বিমানসেবিকার হাত ধরে টানাটানি । সংগৃহীত ছবি

মাঝআকাশে বিমানকর্মীর গায়ে হাত তুললেন যাত্রী! যার জেরে যাত্রা সম্পূর্ণ হওয়ার আগেই দিল্লি ফিরে এল এয়ার ইন্ডিয়ার বিমান। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। জানা গিয়েছে, এদিন সকাল ৬টা ৩৫ মিনিটে দিল্লি থেকে লন্ডনের উদ্দেশে রওনা হয় বিমানটি। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণ পরই এক বিমানকর্মীর সঙ্গে ঝামেলা শুরু হয় এক যাত্রীর।
অভিযোগ, সেই ঝামেলা চলাকালীন বিমানকর্মীকে মারধর করেন ওই যাত্রী। বাধ্য হয়ে বিমানটিকে মাঝপথেই দিল্লি ফেরাতে হয়। দিল্লিতে নামার পরই অভিযুক্ত যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয় বিমান কর্তৃপক্ষ।

বিমানে একের পর এক কাণ্ড ঘটেই চলেছে। কখনও বিমানের টয়লেটে বসে ধূমপান। আবার কখনও মদ্যপ অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব। একের পর এক ঘটনা লেগেই রয়েছে। এবার এক যাত্রীর অভব্য আচরণের তাঁকে বিমান থেকেই নামিয়ে দেওয়া হল। সোমবার এয়ার ইন্ডিয়ার বিমানে  ঘটেছে এই ঘটনা।

দিল্লি থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-এর ঘটনা। সোমবার নির্দিষ্ট সময় সকাল ৬টা বেজে ৩৫ মিনিটে সেটি যাত্রা শুরু করে। যদিও ওড়ার কিছু পরেই দুই বিমানকর্মীর সঙ্গে বিবাদে জড়ান এক যাত্রী। সংস্থার তরফে দাবি করা হয়েছে, বিমানকর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেন ওই যাত্রী। এমনকী তাঁদের গায়ে হাত তোলেন। সেই কারণেই পাইলট দিল্লি বিমানবন্দরে ফিরিয়ে আনতে বাধ্য হন উড়ানটিকে। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দিল্লি বিমানবন্দর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই যাত্রীকে।

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

চৈত্রের-শেষেই-বৈশাখী-মেলার-উদ্ভোদন-!
Read Next

চৈত্রের শেষেই বৈশাখী মে...