You will be redirected to an external website

শ্রীনগরের ডাল লেকে হাউস বোটে আগুন,মারা গেলেন তিন বাংলাদেশি পর্যটক

শ্রীনগরের-ডাল-লেকে-হাউস-বোটে-আগুন,মারা-গেলেন-তিন-বাংলাদেশি-পর্যটক

শ্রীনগরের ডাল লেকে হাউসবোটে আগুন

শ্রীনগরের ডাল লেকে হাউসবোটে আগুন। ঝলসে মৃত্যু তিন পর্যটকের। তাঁরা বাংলাদেশ থেকে কাশ্মীরে বেড়াতে এসেছিলেন। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে ডাললেকে ভাসমান বেশ কয়েকটি হাউস বোটে আগুন লাগে। 

পুলিশ জানিয়েছে, তিন বাংলাদেশি পর্যটক সাফিনা নামে একটি হাউসবোটে ছিলেন। সেখানে আগুন লেগে বিপত্তি। দমকল সূত্রে খবর, শনিবার ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ ডাল লেকের ন’নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে আগুন লাগে। তার পর তা ক্রমে অন্য হাউসবোটে ছড়াতে থাকে। অন্তত পাঁচটি হাউসবোট পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষতি হয়েছে আরও কয়েকটির। কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে। কাশ্মীরে এ সময় প্রচুর পর্যটক ভিড় করেন।

গত বছর শ্রীনগরের নিগিন হ্রদে মাঝরাতে হাউসবোটে আগুন লেগেছিল। সে বার পুড়ে ছাই হয়েছিল সাতটি হাউসবোট। তবে পর্যটকদের নিরাপদে বোট থেকে বার করে আনা গিয়েছিল। শনিবার মৃত্যু হল তিন জনের।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

TMC:-লোকসভা-ভোটের-আগে-জেলা-স্তরে-সাংগঠনিক-রদবদল-করল-তৃণমূল Read Next

TMC: লোকসভা ভোটের আগে জেলা ...