বাংলায় ধেয়ে এল টর্নেডো
বাংলায় ধেয়ে এল টর্নেডো। মাত্র দশ মিনিটেই জীবন লন্ডভন্ড হয়ে গেল আলিপুরদুয়ার একটি ব্লকের বাসিন্দাদের। মাটির সঙ্গে মিশে গিয়েছে ঘর-বাড়ি। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরের ছাউনি।
অনেকে জমানো টাকার খোঁজ করছেন ধ্বংসাবশেষ থেকে। ঘর নেই, জল নেই এমনকি খাবার নেই। এ ভাবেই গতকাল রাত থেকে রয়েছেন হাজারের ওপর মানুষ। গৃহপালিত পশু খুঁজছেন কেউ কেউ।কেউ রান্নার হাড়ি, কড়াই গুছিয়ে নিচ্ছেন। খাওয়ার না পেয়ে কেঁদে চলেছে শিশুরা। ত্রিপল পেয়েছেন কিন্তু টাঙাবেন কোথায়? জানেন না তারা। ঝড়ের দৃশ্য ভুলতে পারছেন না কেউই।
মাটির সঙ্গে মিশে গিয়েছে ঘর-বাড়ি। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরের ছাউনি। ঘরের অবশিষ্ট যা রয়েছে, সকাল থেকে তোলার চেষ্টা চালাচ্ছেন বাসিন্দারা।