You will be redirected to an external website

LPG Cylinder: গ্যাসের দাম বাড়ল, উৎসবের মরসুমে কলকাতায় কত টাকায় মিলবে এলপিজি সিলিন্ডার?

LPG-Cylinder:-গ্যাসের-দাম-বাড়ল,-উৎসবের-মরসুমে-কলকাতায়-কত-টাকায়-মিলবে-এলপিজি-সিলিন্ডার?

উৎসবের মরসুমে কলকাতায় কত টাকায় মিলবে এলপিজি সিলিন্ডার

উৎসবের মরসুমে আগের চেয়ে বেশি টাকা খরচ করে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে হবে। সূত্রের খবর, আগের চেয়ে ১৯ কেজি সিলিন্ডারের দাম ২০৯ টাকা বৃদ্ধি পেয়েছে।এর আগে তেল কোম্পানিগুলি সেপ্টেম্বর মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছিল। ১৫৭ টাকা কমানো হয়েছিল দাম। উৎসবের মুখে এক মাসের মধ্যে দাম আবার বৃদ্ধি পেল। নতুন দাম অনুযায়ী, রাজধানী দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডার মিলবে ১৭৩১.৫০ টাকায়। ১ অক্টোবর থেকে নতুন দাম প্রযোজ্য হবে।

কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম এত দিন ছিল ১৬৩৬ টাকা। মূল্যবৃদ্ধির পর তা হবে ১৮৩৯.৫০ টাকা। মুম্বইতে এই সিলিন্ডার মিলছিল ১৪৮২ টাকায়। এখন থেকে তার জন্য ১৬৮৪ টাকা দিতে হবে। চেন্নাইতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে ১৮৯৮ টাকায়।

রান্নার গ্যাসের দাম সেপ্টেম্বর মাসে কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। ২০০ টাকা কমানো হয়েছিল ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য। উৎসবের মরসুমে মূল্যহ্রাসে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলেছে আমজনতা। একই সঙ্গে বাণিজ্যিক গ্যাসের দামও কিছুটা কমানো হয়েছিল। কিন্তু মাস ঘুরতে না ঘুরতে সেই দাম আবার বাড়িয়ে দেওয়া হল। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

৪৫-মিনিট-নয়,-পরবর্তী-সফরের-আগে-১৪-মিনিটের-‘জাদু’-দেখবে-বন্দে-ভারত Read Next

৪৫ মিনিট নয়, পরবর্তী সফরে...