You will be redirected to an external website

গয়না, জামা-কাপড় থেকে মিষ্টি – রামের শ্বশুরবাড়ি থেকে অযোধ্যায় আসছে বিপুল উপহার

গয়না,-জামা-কাপড়-থেকে-মিষ্টি-–-রামের-শ্বশুরবাড়ি-থেকে-অযোধ্যায়-আসছে-বিপুল-উপহার

রামের শ্বশুরবাড়ি থেকে অযোধ্যায় আসছে বিপুল উপহার

মহাকাব্য অনুযায়ী, অযোধ্যার রাজারামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনকপুরের রাজা জনকের কন্যা সীতার। মহাকাব্যে বর্ণিত সেই জকনপুর বর্তমান নেপালে অবস্থিত। রামলাল্লার মন্দিরে অভিষেকের দিনে, তাঁর শ্বশুরবাড়ি থেকেও আসছে বহু উপহার। নেপালের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনে, নেপাল থেকে বিভিন্ন ধরণের গয়না, বাসনপত্র, জামাকাপড়, মিষ্টি-সহ বহু উপহার পাঠানো হবে 

জনকপুরের জানকী মন্দিরের প্রধান মোহান্ত, রামরোশন দাস বৈষ্ণব বলেছেন, “১৮ জানুয়ারি জনকপুর থেকে থেকে এই যাত্রা শুরু হবে। জনকপুরধাম থেকে জলেশ্বরনাথ, মালংওয়া, সিমরৌংগড়, গাধিমাই, বীরগঞ্জ হয়ে ভারতে প্রবেশ করবে যাত্রা। তারপর, বেটিয়া, কুশিনগর, সিদ্ধার্থনগর, গোরখপুর হয়ে ২০ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় এই যাত্রা শেষ হবে। 

অযোধ্যার রাম মন্দিরে অবশ্য, নেপালের এক বড় অবদান থাকছে। এর আগে, নেপালের কালীগন্ডকি নদীর তীর থেকেই শালগ্রাম শিলা সংগ্রহ করা হয়েছিল। সেই শিলা তারপর অযোধ্যায় পাঠানো হয়েছে। ওই কালো রঙের শালগ্রাম শিলা থেকেই রামের মূর্তি খোদাই করা হয়েছে। ২২ জানুয়ারি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন, ওই শালগ্রাম শিলার রাম মূর্তিটি, মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হবে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-নতুন-বছরের-হাত-ধরে-কি-ফিরবে-শীত,কলকাতার-সর্বনিম্ন-তাপমাত্রা-ছিল-১৭.৫-ডিগ্রি-সেলসিয়াস Read Next

Weather: নতুন বছরের হাত ধরে কি ...