You will be redirected to an external website

এত বড় সাপ কখনও দেখা যায়নি ডুয়ার্সে? ১৭ ফুটের অজগর উদ্ধার মাদারিহাটের চা-বাগানে

এত-বড়-সাপ-কখনও-দেখা-যায়নি-ডুয়ার্সে?-১৭-ফুটের-অজগর-উদ্ধার-মাদারিহাটের-চা-বাগানে

মাদারিহাটে উদ্ধার বিশাল অজগর

আলিপুরদুয়ারের মাদারিহাটের জঙ্গল লাগোয়া চা-বাগান থেকে শনিবার উদ্ধার করা হল ১৭ ফুট লম্বা বিশাল চেহারার এক অজগর। মুজনাই চা-বাগান সংলগ্ন এলাকা থেকে বনকর্মীরা উদ্ধার করেন সাপটিকে।

বন দফতর সূত্রের খবর, শনিবার সকালে চা-বাগানের শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে প্রথম বিশাল আকৃতির সাপটিকে দেখতে পান। এর পরেই খবর দেওয়া হয় জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষকে।

খবর পেয়ে বনকর্মী ও আধিকারিকেরা চা-বাগানে গিয়ে একটি নালা থেকে উদ্ধার করেন অদগরটিকে। পরে জলদাপাড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত এলাকায় সেটিকে ছেড়ে দেওয়া হয়।

ডুয়ার্সের জঙ্গল লাগোয়া লোকালয় এবং চা-বাগানে প্রায়শই ঢুকে পড়ে অজগর। কিন্তু শেষ কবে সেখানে এত বড় অজগর উদ্ধার হয়েছে, মনে করতে পারছেন না প্রবীণ বনকর্তা এবং বনকর্মীরা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

জোম্যাটোর-সিইও-যখন-ডেলিভারি-বয়!-লাল-রঙের-টি-শার্ট-পরে-খাবার-পৌঁছে-দেন-দীপিন্দর-গয়াল Read Next

জোম্যাটোর সিইও যখন ডেলি...