জলের ঠেলায় ঘরছাড়া শতাধিক পরিবার
দফায় দফায় জল ছাড়ায় ফুলে উঠল জলপাইগুড়ি (Jalpaiguri) শহর চিড়ে চলে যাওয়া করলা নদী। প্লাবিত নদীর দুই পাড়ের বিস্তীর্ণ এলাকা। ঘরে জল ঢুকে যাওয়ায় ঘড় ছেড়ে ফ্লাড শেল্টারে ঠাঁই নদীপাড়ের বাসিন্দাদের। প্রসঙ্গত, গত দু’দিনে সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টিতে জল বেড়েছে তিস্তা নদীতে। জারি করা হয়েছে লাল সতর্কতা। একইসঙ্গে তিস্তা নদীর সমস্ত লক গেটগুলি খুলে আবার দফায় দফায় জল ছাড়া হয়েছে।
লাগাতার এই জল ছাড়ার প্রভাব পড়েছে জলপাইগুড়ি শহর চিড়ে চলে যাওয়া করলা নদীতে। জল বেড়ে যাওয়ায় জলমগ্ন হয়েছে শহরের ১ নম্বর ওয়ার্ডের ইন্দিরা কলোনি, ৩ নম্বর ওয়ার্ডের একটি অংশ, ২২ নম্বর ওয়ার্ডের একটি অংশ। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ২৫ নম্বর ওয়ার্ডে পরেশ মিত্র কলোনি এবং নীচ মাঠ এলাকা।
শুক্রবার দুপুরের পর থেকে করলা নদীর জল ঢুকে পড়ে জলপাইগুড়ি শহরের নেতাজিপাড়া ও পরেশ মিত্র কলোনি এলাকায়। করলা নদীর পাশে বাঁধ না থাকায় এই দুর্ভোগ বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।