You will be redirected to an external website

Mamata Banerjee: সরকার নয়, দলের তরফ থেকেই ধরনায় বসেছি: মুখ্যমন্ত্রী

Mamata-Banerjee:-সরকার-নয়,-দলের-তরফ-থেকেই-ধরনায়-বসেছি:--মুখ্যমন্ত্রী

দলের তরফ থেকেই ধরনায় বসেছি: মমতা

‘মুখ্যমন্ত্রী হিসেবে ধরনায় বসব’। দিন কয়েক আগে পুরী যাওয়ার সময় একথা বলেছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। আর ৮ দিন পর ধরনা মঞ্চে বসে অন্য কথা মমতার গলায়। বুধবার সকাল থেকেই ধরনা মঞ্চে থাকা তৃণমূলের লোগো নিয়ে প্রশ্ন ওঠে। মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে কেন দলের লোগো? সে কথা মুখ্যমন্ত্রীর কানে যেতেই মঞ্চ থেকে ব্যাখ্যা দেন তিনি। মমতা জানান, সরকারের তরফ থেকে নয়, ধরনা হচ্ছে তৃণমূলের তরফ থেকেই। বুধবার বেলা ১২ টা নাগাদ ধরনা মঞ্চে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে মঞ্চে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, জ্যোৎস্না মান্ডি, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা প্রমুখ।

ধরনা মঞ্চে বেশ কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পর দেখা যায় অরূপ বিশ্বাস উঠে গিয়ে কিছু বলছেন মমতাকে। এরপরই মাইক হাতে নেন মুখ্যমন্ত্রী। মঞ্চের গান থামিয়ে দেওয়া হয়। এরপর মমতা বলেন, ‘আমার দুটি পদ রয়েছে। একদিকে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই রাজ্যের মানুষ বঞ্চিত হলে আমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। অন্যদিকে আমার আরও একটি পদ হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। এই তৃণমূল কংগ্রেসের সরকারই রয়েছে রাজ্যে। তাই আজ প্রোগ্রামটা সরকারের তরফে না করে দলের তরফে করছি।’ তিনি ডবল ডিউটি পালন করছেন বলেও দাবি করেছেন মমতা। তাঁর দাবি, সরকারের টাকা নষ্ট করে এই কর্মসূচি করা হচ্ছে না।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

-মেট্রোরেলের-উত্তরা-দক্ষিণ-ও-শেওড়াপাড়া-স্টেশন--৩১-মার্চ-যাত্রীদের-জন্য-খুলে-দেওয়া-হবে-। Read Next

মেট্রোরেলের উত্তরা দক্...