You will be redirected to an external website

Chandrayaan-3: আর তিন ধাপ পেরোলেই ‘হাতে’ চাঁদ পাবে ইসরো!

Chandrayaan-3:-আর-তিন-ধাপ-পেরোলেই-‘হাতে’-চাঁদ-পাবে-ইসরো!

আর তিন ধাপ পেরোলেই ‘হাতে’ চাঁদ পাবে ইসরো!

চাঁদের আকর্ষণবলের অধীনে আরও একটি কক্ষপথ পেরিয়ে গেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩। বুধবার দুপুরে দ্বিতীয় কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

বুধবার দুপুরে ইসরোর তরফে টুইট করে জানানো হয়েছে, চাঁদের আরও কাছে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-৩। তার কক্ষপথ আরও কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাকাশযানটি ১৭৪ কিমি X ১৪৩৭ কিমি কক্ষপথে অবস্থান করছে। ওই কক্ষপথ ধরে চাঁদের চারপাশে পাক খাচ্ছে চন্দ্রযান-৩।

চাঁদে পৌঁছতে মোট পাঁচ বার চন্দ্রযান-৩-এর কক্ষপথ পরিবর্তন করানোর পরিকল্পনা করেছে ইসরো। তার মধ্যে প্রথম বারের কক্ষপথ বদল হয়েছিল গত রবিবার। তার পর বুধবার দ্বিতীয় কক্ষপথটিও পেরিয়ে গেল ইসরোর চন্দ্রযান। হিসাব মতো, আর তিনটি কক্ষপথ বাকি। সফল ভাবে সেগুলি পেরোলেই চাঁদ ‘ছুঁতে’ পারবে ইসরো।

ইসরো জানিয়েছে, চন্দ্রযান-৩-এর পরবর্তী কক্ষপথ পরিবর্তন করানো হবে আগামী ১৪ অগস্ট, বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে। বেঙ্গালুরু অফিসে বসে বিজ্ঞানীরা মহাকাশযানটিকে নিয়ন্ত্রণ করছেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বন্দে-ভারতের-শৌচালয়ে-ধূমপান!-বিপদঘণ্টি-শুনে-ছুটে-এলেন-রেলকর্মীরা Read Next

বন্দে ভারতের শৌচালয়ে ধূ...