You will be redirected to an external website

Chandrayaan-3: চাঁদের মাটিতে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম,কী কী হবে এই অভিযানে?

Chandrayaan-3:-চাঁদের-মাটিতে-চন্দ্রযান-৩-এর-ল্যান্ডার-বিক্রম,কী-কী-হবে-এই-অভিযানে?

ইসরোর চন্দ্রযান-৩ অভিযান সফল হয়েছে

চাঁদের মাটি ছুঁয়েছে ভারত। বুধবার সন্ধ্যায় ইসরোর চন্দ্রযান-৩ অভিযান সফল হয়েছে। এই সাফল্যের সঙ্গে সঙ্গে চাঁদের মাটিতে মহাকাশযান নামানো দেশগুলির মধ্যে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারতের নাম। এর আগে কেবল আমেরিকা, রাশিয়া এবং চিনের এই কৃতিত্ব রয়েছে। শুধু তাই নয়, আরও একটি ইতিহাস ছুঁয়েছে ইসরো। 

বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হয় বিক্রমের অবতরণের প্রক্রিয়া। ঠিক ১৯ মিনিট পরে চাঁদে পা রাখে ল্যান্ডার। এই ১৯ মিনিট ধরে ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল গোটা দেশ। বিকেল ৫টা ২০ মিনিট থেকে ইসরো গোটা প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার শুরু করে। দক্ষিণ আফ্রিকা থেকে সেখানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধাপে ধাপে গতি কমিয়ে উচ্চতা হ্রাস করে বিক্রমকে চাঁদের দিকে নামিয়ে আনা হয়। একটি করে ধাপ সম্পন্ন হতেই হাততালি দিয়ে উঠছিলেন বিজ্ঞানীরা।

গত ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুর উদ্দেশে যাত্রা শুরু করেছিল ‘চন্দ্রযান-৩’। ৪০ দিনের মাথায় তার অভিযান সফল হল। অন্য দিকে, রাশিয়াও চাঁদের দক্ষিণ মেরুকে পাখির চোখ করেছিল। পাঁচ দশক পর তারা চন্দ্রঅভিযানে হাত দিয়েছিল। গত ১১ অগস্ট চাঁদের উদ্দেশে রওনা দেয় রাশিয়ার লুনা-২৫। কিন্তু রুশ অভিযান সফল হয়নি। চাঁদের প্রায় দোরগোড়ায় পৌঁছে তাদের সঙ্গে ল্যান্ডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে চাঁদের মাটিতে ভেঙে পড়ে ল্যান্ডারটি। রাশিয়া যা পারেনি, তা-ই করে দেখাল ভারত।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

দমকল-মন্ত্রী-সুজিত-বসুকে-সিবিআইয়ের-ডাক,৩১-অগস্ট-জিজ্ঞাসাবাদের-জন্য-তলব Read Next

দমকল মন্ত্রী সুজিত বসুক...