You will be redirected to an external website

তৃণমূলের ভরসা দেবাংশুতেই, ৩৭ জনের কমিটিতে তিনিই সভাপতি

তৃণমূলের-ভরসা-দেবাংশুতেই,-৩৭-জনের-কমিটিতে-তিনিই-সভাপতি

আইটি সেলের সভাপতি হলেন দেবাংশু ভট্টাচার্য

তৃণমূলের রাজ্য আইটি সেলের সভাপতি হলেন দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুকে রাজ্য আইটি সেলের সভাপতি করে ৩৭ জনের আইটি ও সোশ্যাল মিডিয়া সেলের কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। 

বছরখানেক আগে দেবাংশুকে আইটি সোশ্যাল মিডিয়া সেলের দায়িত্ব দেওয়া হয়েছিল দলের তরফে। তবে সে দায়িত্ব তিনি এককভাবে পালন করছিলেন। এবার ৩৭ জনের কমিটি তৈরি হল। সেই কমিটির সভাপতি হলেন দেবাংশু। এছাড়া চারজন সহ সভাপতি আছেন। আছেন একাধিক সম্পাদক, সাধারণ সম্পাদকও। রয়েছেন এক্সিকিউটিভ সদস্যও।

২০২৪ সালের লোকসভা ভোটের আগে আইটি ও সোশ্যাল মিডিয়া সেলকে ঢেলে সাজিয়ে তৃণমূল বুঝিয়ে দিচ্ছে, শুধু রাজনীতির ময়দানেই লড়াই নয়, জোর টক্কর চলবে সোশ্যাল মিডিয়ায়ও। বিজেপির আইটি সেল অত্যন্ত সক্রিয়। 

তবে এবার তৃণমূলও কোমর বেধে নামছে সোশ্যাল প্ল্য়াটফর্মে। দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়। বিভিন্ন ইস্যুকে সামনে রেখে বিরোধীদের বিঁধতে তিনিও কম যান না। এ হেন তরুণ মুখকে সামনে রেখেই এবার তৃণমূল তাদের সোশাল মিডিয়া টিমকে সাজিয়েছে। দেবাংশুর আইটি সেল সামলানোর অভিজ্ঞতাও আছে। এবার সেই দেবাংশুর নেতৃত্বেই সামাজিক মাধ্যমে যেমন তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্পের আরও বেশি করে প্রচার চলবে, একইভাবে ধার বাড়ানো হবে বিজেপি-বিরোধিতারও।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:--নিম্নচাপের-প্রভাবে-আজও-বৃষ্টি,-দোসর-অস্বস্তিকর-গরম Read Next

Weather: নিম্নচাপের প্রভাবে ...