You will be redirected to an external website

এবার গণছাঁটাইয়ের পথে Accenture, চাকরি যাবে ১৯ হাজার কর্মীর!

এবার-গণছাঁটাইয়ের-পথে-Accenture,-চাকরি-যাবে-১৯-হাজার-কর্মীর!

 গণছাঁটাইয়ের সিদ্ধান্ত তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাকসেঞ্চার

 গণছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে গুগল, মাইক্রোসফট, টুইটার, মেটার মতো সংস্থাগুলি। এবার সেই পথেই হাঁটল তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাকসেঞ্চার। বৃহস্পতিবার সংস্থার তরফে জানানো হয়েছে, ১৯ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে তারা। পাশাপাশি সংস্থার বার্ষিক লভ্যাংশ ও লাভের পরিমাণের অনুমানও কমানো হবে।

বিশ্বজুড়ে মন্দার কালো মেঘ। পরিস্থিতির সঙ্গে যুঝতে বহু বহুজাতিক সংস্থাকেই কঠোর পদক্ষেপ করতে হচ্ছে। এবার অ্যাকসেঞ্চারও জানিয়ে দিল মন্দার আশঙ্কার প্রভাব তাদের সংস্থার উপরও পড়ছে। আর তাই এই সিদ্ধান্ত নিতে চলেছে তারা। সংস্থার অনুমান, স্থানীয় মুদ্রায় ৮ থেকে ১০ শতাংশের সীমাতেই থাকবে বার্ষিক লভ্যাংশ বৃদ্ধির হার।

মন্দার জেরে ইতিমধ্যেই নানা সংস্থায় ব্যাপক হারে ছাঁটাই শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আর্থিক দুরবস্থায় ক্ষতিগ্রস্ত হতে চলেছে গোটা বিশ্ব। বিশ্বব্যাপী শুরু হওয়া মন্দার সেরকম ভারতে প্রভাব পড়বে না। এমনই দাবি করছে সাম্প্রতিক এক রিপোর্ট। তাতে দাবি করা হয়েছে, চলতি বছরে ভারতে বেতনের পরিমাণ প্রায় ১০.২ শতাংশ বাড়বে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

রবিবার-দিনভর-হাওড়া-বর্ধমান-কর্ড-লাইনে-বন্ধ-ট্রেন-চলাচল,-ভোগান্তির-আশঙ্কা Read Next

রবিবার দিনভর হাওড়া-বর্...